নাড়ির টানে বাড়ি ফিরতে ঢাকা ছাড়ছেন অধিংকাশ মানুষ। তাই ভিড় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভোর থেকে সেখানে ঢল নামতে শুরু করে দক্ষিণবঙ্গের যাত্রীদের। বেলা বাড়তেই যাত্রীদের চাপও বেড়েছে কয়েকগুন।
সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দক্ষিণবঙ্গের বরিশাল, ভোলা, চাঁদপুর, বরগুনা, পিরোজপুরসহ বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই লঞ্চ। এদিকে লঞ্চ বেশি থাকায় যাত্রীদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। তবে লঞ্চ ছাড়ার ক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের ফলে ভোগান্তির স্বীকার হচ্ছেন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বরত বিএস আব্দুর রহমান বলেন, মূল টার্মিনালে যাতে ৩১টি লঞ্চ ভিড়তে পারে সেজন্য ১১টি পল্টুন রয়েছে। কিন্তু ঈদে যাত্রী ও লঞ্চের সংখ্যা বেশি হওয়ার কারণে কিছুটা এদিক সেদিক হতে পারে।
ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লঞ্চ টার্মিনাল এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধন কর্মসূচি চালানো হচ্ছে।
No comments:
Post a Comment